মৃত্যুর দৃশ্যে মাছি আনতে মুখে মধু মেখেছিলেন শাহরুখ

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

বিনোদন ডেস্ক:

সঞ্জয় লীলা বানসালির কালজয়ী সিনেমা ‘দেবদাস’-এ অভিনয় করে অমর হয়ে গেছেন শাহরুখ খান। ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে তার রসায়ন ও অভিনয় দর্শকদের মন জয় করে নেয়। তবে সিনেমার শুটিংয়ের পেছনের কিছু অজানা কাহিনি আজও আলোচনায় আসে। সম্প্রতি পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে ‘দেবদাস’-এর শুটিং নিয়ে এমনই একটি চমকপ্রদ গল্প শোনান।

মোতওয়ানে, যিনি একসময় বানসালির সহ-পরিচালক ছিলেন, জানান, ‘দেবদাস’-এর ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিংয়ে শাহরুখের অভিনয় ছিল অভূতপূর্ব। ঐশ্বরিয়ার চরিত্র যখন দৌড়ে এসে মৃত দেবদাসের পাশে বসে কান্নায় ভেঙে পড়েন, সেই দৃশ্য দর্শকদের হৃদয় ছুঁয়েছিল। তবে সেটে এই দৃশ্য নিয়ে ঘটে এক অভাবনীয় ঘটনা।

মোতওয়ানে, যিনি একসময় বানসালির সহ-পরিচালক ছিলেন, জানান, ‘দেবদাস’-এর ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিংয়ে শাহরুখের অভিনয় ছিল অভূতপূর্ব। ঐশ্বরিয়ার চরিত্র যখন দৌড়ে এসে মৃত দেবদাসের পাশে বসে কান্নায় ভেঙে পড়েন, সেই দৃশ্য দর্শকদের হৃদয় ছুঁয়েছিল। তবে সেটে এই দৃশ্য নিয়ে ঘটে এক অভাবনীয় ঘটনা।

‘লুটেরা’ খ্যাত পরিচালক মোতওয়ানে বলেন, ‘শাহরুখ সবসময় দৃশ্যগুলোকে আরও বাস্তবসম্মত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। তিনি দৃশ্যের প্রতি এমনই নিবেদিত যে প্রতিটি মুহূর্তকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে উদ্ভাবনী কৌশল গ্রহণ করেন।’

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দেবদাস’ শুধু শাহরুখের অভিনয় নয়, তার চরিত্রের প্রতি গভীর নিবেদনও দর্শক ও সমালোচকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়। শুটিংয়ের এই পেছনের গল্প শুধু তার পেশাদারিত্ব নয়, শিল্পীর প্রতি তার ভালোবাসারও প্রমাণ।

এমন নিবেদনই শাহরুখকে একজন সত্যিকারের কিংবদন্তিতে পরিণত করেছে।