মেক্সিকোতে হাসপাতালে বন্দুকধারীর হামলায় রোগী-দুই পুলিশ নিহত
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ডেস্ক রিপোর্ট:
মেক্সিকোর একটি হাসপাতালে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। সেসময় হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি এবং দুই পুলিশ নিহত হন। চিকিৎসাধীন ওই ব্যক্তি এর আগে গুলিবিদ্ধ হয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।
পুয়েবলা রাজ্যের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, অ্যাটলিক্সকো শহরে অবস্থিত একটি হাসপাতালে প্রবেশ করে বন্দুকধারীরা এক ব্যক্তিকে লক্ষ্য করে ১০ বারের বেশি গুলি চালান। তাদেরকে পালিয়ে যেতে বাধা দেওয়ায় দুই পুলিশকে লক্ষ্য করেও গুলি চালানো হয়।
পুয়েবলা শহরের সিকিউরিটি সেক্রেটারি ড্যানিয়েল ইভান ক্রুজ এক সংবাদ সম্মেলনে বলেন, রোববার সকালে আহত এক ব্যক্তি নিজেই এসে হাসপাতালে ভর্তি হন। তিনি একটি জনসমাবেশে গুলিবিদ্ধ হয়েছিলেন।
এদিকে সোমবার সকালে একদল লোক হাসপাতালে প্রবেশ করে। তারা ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে। জরুরি কল পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। সে সময় বন্দুকধারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ঘটনাস্থলেই দুই পুলিশ কর্মকর্তা নিহত হন।
এই ঘটনার তদন্ত চলছে। ৩০ বছর বয়সী ওই ব্যক্তি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন কি না সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।