নিজেস্ব প্রতিবেদক:
ভোলার মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় দুলাল (৪৫) নামে এক জেলের একটি মাছধরার নৌকা ডুবির ঘটনা ঘটেছে। নিখোঁজ জেলের এখনও খোঁজ মেলেনি। ঘাতক বাল্কহেড শনাক্তের চেষ্টা চলছে।
গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল নামক এলাকা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ জেলের খোঁজে মেলেনি। তবে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড, নৌপুলিশ ও ফায়ার সার্ভিস।
মেঘনায় নিখোঁজ জেলে দুলাল মাঝি শিবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শিবপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে মেঘনায় একটি নৌকা নিয়ে মাছ ধরতে যান দুলাল মাঝি। মাছধরা শেষে সন্ধ্যায় তিনি তীরে ফেরার সময় বালু বোঝাই একটি বাল্কহেড দুলাল মাঝির নৌকাকে ধাক্কা দিলে দুলাল মাঝি নদীতে পড়ে যান। এসময় নৌকাটি ডুবে যাওয়ার সময় অন্য জেলেরা নৌকাটি টেনে উদ্ধার করতে সক্ষম হলেও উদ্ধার করতে পারেনি দুলাল মাঝিকে।
সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন উদ্দিন গণমাধ্যমকে বলেন, গতকাল সন্ধ্যায় শিবপুর এলাকা সংলগ্ন মেঘনা এক জেলেসহ একটি নৌকাডুবির ঘটনায় গত রাত থেকে নৌপুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ জেলের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন। এখনও তার খোঁজ মেলেনি, অভিযান চলছে। ঘাতক বাল্কহেডটি শনাক্তের চেষ্টা চলছে।