মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ-বিক্রির অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

অভিযানে গল্লামারি বাজার এলাকার হারুন ভ্যারাইটিজ স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং একই অপরাধে কাওসার স্টোরকে ৬ হাজার টাকা ও জহিরুল স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে মেসার্স শাহজাহান ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শরীফা সুলতানা, ক্যাব খুলনার সদস্য জেড. এন. সুমন, বিভাগীয় কার্যালয়ের অন্যান্য সদস্য ও পুলিশ সদস্যরা।