ডেস্ক রিপোর্ট:
যুদ্ধকে ‘নৈতিক ব্যর্থতার জন্য স্রষ্টার শাস্তি’ বলে বর্ণনা করেছেন রাশিয়ান অর্থোডক্স চার্চের ধর্মগুরু আন্দ্রে টাকাচেভ। তিনি বলেন, ইউক্রেনকে পশ্চিমা অনুদানের অস্ত্র দিয়ে রুশ শহরগুলোতে আঘাত করার অনুমতি দিয়ে স্রষ্টা রাশিয়ানদের তাদের নৈতিক ব্যর্থতার শাস্তি দিচ্ছেন। আমরা তওবা না করা পর্যন্ত শান্তি পাব না।
এই ধর্মগুরু রাশিয়ায় একজন পরিচিত মুখ। অনলাইনেও তার ব্যাপ ভক্ত রয়েছে। তিনি বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কেরও নিন্দা করেন। এগুলো সহিংসতা এবং সশস্ত্র সংঘাতের কারণ হতে পারে উল্লেখ করেছেন।
টাকাচেভ যুক্তি দিয়েছেন, যারা গর্ভপাতকে সমর্থন করে তারা ‘সুখ থেকে বঞ্চিত’। তিনি গর্ভপাতের প্রথাকে ‘হত্যা’ হিসাবে বর্ণনা করেন।
টাকাচেভ বলেন, গর্ভপাত সবসময় অশ্লীলতাকে সহজতর করে। আজ যেখানে অশ্লীলতা আছে, কাল সেখানে কোনো না কোনোভাবে রক্ত ঝরবেই।
কাচেভ ইউক্রেনীয় শহর লভিভে জন্মগ্রহণ করেছিলেন। অতীতে কিয়েভ ডায়োসিসের মিশনারি বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন।