যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা পুলিশের আছে: আইজিপি

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৪

সাইফুল ইসলাম :

যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা পুলিশের আছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় পুলিশের কন্ট্রোল রুমে ইজতেমায় নিরাপত্তা পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন আইজিপি।

পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘আমরা প্রতিবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে থাকি। বিশ্ব ইজতেমার ময়দান নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।’

দেশবাসীকে গুজবে কর্ণপাত না করার আহ্বান জানিয়ে পুলিশ প্রধান বলেন, ‘একটা দল দেশের শান্তি-শৃঙ্খলা নষ্টের চেষ্টা করে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে, বিভিন্ন দল-গোষ্ঠী-সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তাদের গুজবে কর্ণপাত করবেন না।’

তিনি আরও বলেন, ‘বর্তমান নিরাপত্তায় বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম, ডগ স্কোয়াড, বিস্ফোরক প্রশিক্ষক টিম, ক্রাইম সিন, চুরি, ডাকাতি, ছিনতাই এবং আমাদের প্রশিক্ষক টিম, নৌ-বহর ও হেলিকপ্টার দিয়েও টহল ব্যবস্থা প্রস্তুত থাকবে। সোয়াট টিম থাকবে সিআরটি থাকবে। আমাদের পর্যাপ্ত সংখ্যক সিসি টিভি ক্যামেরা, আইপি ক্যামেরা ও নাইট ভিশন ক্যামেরা থাকবে। এছাড়া ওয়াচ টাওয়ার ও বিভিন্ন স্থানে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।’

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা বিভিন্ন ইউনিট- র‌্যাব, টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ান সবাই মিলে সমন্বয় করে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি।’

এ সময় পুলিশের অতিরিক্ত আইজিপি (এআইজিপি) মনিরুল ইসলাম, জিআইজি (অপারেশন) আনোয়ার হোসেন, ঢাকা রেঞ্জের ডিআইজি নূরুল ইসলাম ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মো. মাহবুব আলম উপস্থিত ছিলেন।