সাইফুল ইসলাম:
রাজধানীতে অস্ত্রধারী দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধারমূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- শফিকুল ইসলাম অভি ও মো. রাকিব। আজ শুক্রবার (১২ জানুয়ারি) নিউজ পোস্টকে এ তথ্য জানিয়েছেন ডেমড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদে আমরা জানতে পারি- ডেমড়া থানার নড়াইবাগ কাউয়াটঙ্গী সাইফুল উলূম মাদ্রাসার সামনে কয়েকজন অস্দ্রধারী সন্ত্রসী অপরাধ সংঘটনের লক্ষ্যে অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শফিকুল ও রাকিবকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ১টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও ২টি মোবাইল উদ্ধারমূলে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে ডেমড়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। ওই মামলায় আজ শুক্রবার দুপুরের দিকে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।