রাজধানীতে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০২৩

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম মো. ইউসুফ আলী খান (৫৯)। তিনি পুলিশের কনস্টেবল এলপিআরে কর্মরত ছিলেন। গতকাল সোমবার রাত ৭টার দিকে মগবাজার এরিয়ায় এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইকবাল হোসেন এর সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, মগবাজার রেল গেট থেকে এফডিসি রেলগেটের মাঝামাঝি স্থানে রেল লাইনে সোমবার (১০ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান মো. ইউসুফ আলী খান। সে সময় তিনি রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত ইউসুফ আলী খান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদী গ্রামের মৃত আব্দুর রহিম খানের ছেলে। বর্তমানে মুগদার মান্ডা দানবের গলিতে পরিবারের সঙ্গে থাকতেন।

মৃতের ছেলে মো. সাজ্জাদ হোসেন বলেন, বাবা ছোট চাচার উত্তরার বাসায় যাওয়ার কথা বলে বের হয়েছিলেন। পরে সংবাদ পাই তিনি ট্রেনে দুর্ঘটনার শিকার হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পাই।