রাজধানীতে ট্রেনে লাগানো আগুন নির্বাপনের পর ঢাকা-মাওয়া রুটে ট্রেন চলাচল শুরু
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
সাইফুল ইসলাম:
ঢাকা-মাওয়া রেলপথে ট্রেন চলাচল ফের শুরু হয়েছে। রাজধানীর গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় দীর্ঘসময় ট্রেন চলাচল বন্ধ ছিল। শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে নিউজ পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন ১০ নম্বর প্ল্যাটফর্মে একটু আগেই ঢুকলো। এখন ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বাকি ট্রেনগুলো শিডিউল অনুযায়ী চলাচল করবে।
শুক্রবার রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে নারায়ণগঞ্জের দিক থেকে আসা একটি ট্রেন রাত ১২টা ৪০ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে ঢুকতে দেখা যায়।
এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার পর রাজধানীর গোপীবাগে থাকা অবস্থায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। আহত হয়েছেন অনেকে। আহতরা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রভৃতি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে ঢাকা-মাওয়া রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
এ ঘটনাকে নাশকতা ও পূর্বপরিকল্পিত বলছে পুলিশ। ঘটনার তদন্তে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।