রাজধানীর বাড্ডায় একটি ডিজে পার্টিতে অভিযান চালিয়ে মদ জব্দ এবং চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার মধ্যরাতে বাড্ডায় সানভ্যালী স্বদেশ প্রোপার্টিজের আবাসন প্রকল্পের খেলার মাঠে আয়োজিত ডিজে পার্টিতে এই অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক মো. মাসুদ হোসেনের নির্দেশে খিলগাঁও সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে এই অভিযান চালানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ সময় মো. আজাহারুল ইসলাম মোল্লা (৩৮), মো. মঈনুল ইসলাম চঞ্চল (৩০), রুস্তম আলী (৪৫), পিরস চিসিমকে (২৪) গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে জব্দ করা হয় সাত বোতল বিদেশি মদ, আট বোতল বিয়ার এবং ৭৬ বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের খালি বোতল।
গ্রেপ্তার চারজনসহ পলাতক ইকিউব এন্টারটেইনমেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার দ্রোহী রাকশান্দ, ম্যানেজার (অ্যাডমিন) মো. ফয়সাল এবং ডিজে প্রডিউসার তাহমিদ রাকিব অতুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।