রাজধানীতে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ছিনতাইকারী চক্রের অন্যতম মূলহোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো ছোরা-চাকু জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন-মো. সুমন (২৫) এবং তার সহকারী মো. হাসান (২২) ও মো. শাকিল (২০)। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১০।
র‌্যাব জানায়, গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত ৮টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১০ এর একটি দল। এসময় ছিনতাইচক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তখন তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো ২টি চাকু ও ১টি র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা র‌্যাবকে জানিয়েছে- তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে যাত্রাবাড়ী ও মুগদা থানায় ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে। এছাড়া হাসানের বিরুদ্ধে সবুজবাগ থানায় ছিনতাই মামলা আছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাই মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।