রাজবাড়ী প্রতিনিধিঃ
দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলেছে বলে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে রাজবাড়ী সদরের বসন্তপুর স্টেশন বাজার লেভেল ক্রসিংয়ের গেটকিপার মাসুম খানের (৩৫) বিরুদ্ধে। রেললাইন কাটার খবরে কর্তব্যরত আনসার সদস্যরা এবং স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।
মঙ্গলবার (২ জানুয়ারি) রাত ৭টা ৫০ মিনিটে বসন্তপুর রেলস্টেশন এলাকায় এ গুজব ছড়িয়ে পড়ে। এমন গুজব ছড়িয়ে বসন্তপুর স্টেশন বাজারে টেইলার্সের দোকানে জামা সেলাইয়ের কাজ করছিলেন মাসুম। অভিযুক্ত মাসুম ফরিদপুর জেলার সালথা উপজেলার আউয়াল খানের ছেলে।
বসন্তপুর ইউনিয়ন আনসার ভিডিপির দলনেতা নিজাম উদ্দিন খান বলেন, ‘হঠাৎ বসন্তপুর স্টেশন বাজার লেভেল ক্রসিংয়ের গেট কিপার মাসুম খান আমার কাছে এসে বলেন, নিমতলা সরদার হোটেলের সামনে দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলেছে। এ খবর শুনে আতঙ্কিত হয়ে পড়ি। আনসার সদস্যদের নিয়ে বসন্তপুর রেল স্টেশন থেকে নিমতলা পর্যন্ত গিয়ে দেখি এ রকম কোনও ঘটনা ঘটেনি। পরে আমরা বসন্তপুর স্টেশন বাজারে এসে দেখি মাসুম টেইলার্সের দোকানে জামা সেলাইয়ের কাজ করছিল।’
নির্বাচনকালীন পরিস্থিতিতে গেট কিপার মাসুম কী কারণে এমন গুজব ছড়িয়েছে তা তদন্ত করে দেখার জন্য রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান তিনি।
আনসার সদস্য বিজয় কবিরাজ বলেন, ‘আমরা রেললাইন কাটার খবর শুনে দৌড়ে নিমতলা এলাকায় সরদার হোটেলের সামনে যাই। সেখানে গিয়ে দেখি এমন কোনও ঘটনা ঘটেনি। কেন এমন গুজব ছড়ানো হলো, তা তদন্ত করে গেট কিপার মাসুমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাই।’
এ বিষয়ে অভিযুক্ত গেট কিপার মাসুম খান বলেন, ‘আমাকে নিমতলার গেট কিপার ফোন করে জানান যে, নিমতলায় কারা যেন রেল লাইন কেটেছে। এজন্য আমি আনসার সদস্যদের জানাই।’
রেলওয়ে রাজবাড়ীর সহকারী নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, নিমতলা এলাকায় রেল লাইন কাটার খবর পেয়ে আমিও ঘটনাস্থলে লোক পাঠাই। তবে এ রকম কোনও ঘটনা সেখানে বা রাজবাড়ীর কোনও এলাকাতেই ঘটেনি। যদি এ গুজব গেট কিপার মাসুম ছড়িয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ‘
গেটকিপার রেলওয়ের ডিউটি বাদ দিয়ে টেইলার্সের দোকানে কাজ করতে পারেন কি না এমন প্রশ্নে মো. হাবিবুর রহমান বলেন, রেলওয়ের ডিউটি বাদ দিয়ে অন্য কোনও কাজ করার এখতিয়ার তার নেই। যদি তিনি এমন কাজ করে থাকেন, তাহলে এ বিষয়েও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।