রেল কর্মকর্তার অপসারণ ও দুর্নীতির তদন্ত চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
কুড়িগ্রাম প্রতিনিধি:
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আব্দুস সালাম ও সহকারী পরিবহন কর্মকর্তা ফারুকুল ইসলাম মানিকের অপসারণ এবং অনৈতিক কর্মকাণ্ডের তদন্ত দাবি করে কুড়িগ্রামে ট্রেন আটকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে এ প্রতিবাদী কর্মসূচি পালিত হয়। এতে সংহতি প্রকাশ করে রেল-নৌ যোগাগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি।
কর্মসূচির শুরুতে রেলওয়ে স্টেশনে শিক্ষার্থী ও উপস্থিত যাত্রীরা মানববন্ধন করেন। পরে রংপুরগামী চিলমারী কমিউটার ট্রেনটি আটকে দিয়ে বিক্ষোভ করা হয়।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চিলমারী কমিউটার ট্রেনটি অকেজো অবস্থায় রয়েছে, ট্রেনটির সিট, বাতি ও ফ্যানগুলো অকেজো। বিভাগীয় রেলওয়ে কর্মকর্তাকে বার বার বলেও সমস্যার সমাধান হয়নি। তিনি প্রজাতন্ত্রের কর্মকর্তা হয়ে ডিসি, ইউএনওর ফোন রিসিভ করেন না। সাধারণ জনগণ তার সঙ্গে দেখা করতে পারেন না। আমরা তার এবং সহকারী পরিবহন কর্মকর্তার অপসারণ চাই। সেই সঙ্গে তাদের অনৈতিক কর্মকাণ্ডের তদন্ত দাবি করছি।
খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মিলন মিয়া বলেন, বিভাগীয় রেল কর্মকর্তা বাস মালিক সমিতির কাছ থেকে ১৫ শতাংশ কমিশন নেন। তিনি কুড়িগ্রামের ট্রেনগুলোকে সিডিউল বিপর্যয় রোধে কোনো কার্যকরী পদক্ষেপ নেননি। বার বার বলার পরও আমাদের উপেক্ষা করেছেন। আমরা তার অপসারণ দাবি করছি।
বিক্ষোভ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে গণকমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ বলেন, দীর্ঘদিন ধরে রাজারহাট-তিস্তা রুটের ১০ ফিটের কালভার্টটি জোড়া-তালি দিয়ে চলছে। একাধিকবার সংস্কারের করতে বলা হলেও তিনি উদ্যোগ নেননি। ঢাকাগামী ট্রেনটি রাচারহাটে স্টপেজ দিতে বলা হচ্ছে, তাও করেননি। অবহেলিত এ জেলায় লোকাল ট্রেনটি দীর্ঘদিন বন্ধ রয়েছে, সেটি চালু করছেন না। আমরা তার দ্রুত অপসারণ চাই, তার অপকর্মের তদন্ত দাবি করছি।
পরে কর্মসূচি শেষ করে একটি স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর জমা দেয় আন্দোলনকারীরা।