জেলা প্রতিনিধি,নোয়াখালীঃ
নোয়াখালীর সুবর্ণচরে মো. কামরুল হাসান ফাহিম (৭) নামের এক শিশু সমবয়সীদের সঙ্গে দুপুরে রোদের মধ্যে খেলার সময় অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।রোববার (২৮ এপ্রিল) দুপরে সুবর্ণচর উপজেলার উপজেলার চরক্লাকর্ক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কেরামতপুর গ্রামে এ ঘটনা ঘটে।মো. কামরুল হাসান ফাহিম (৭) উপজেলার মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। ফাহিম ওই গ্রামের জাকার আহম্মদ মাস্টারবাড়ির ওমর ফারুকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. সেকান্তর আলম বলেন, ‘‘ফাহিম সকালে বিদ্যালয়ে আসে। কিন্তু বিদ্যালয়ে আজ উপজেলা নির্বাচনে দায়িত্বরতদের ট্রেনিং থাকায় কোনো ক্লাস না হওয়ায় সে বাড়ি চলে যায়। দুপুরে ফাহিম তাদের বাড়ির অন্য শিশুদের সঙ্গে রোদের মধ্যে খেলাধুলা করার সময় সে অচেতন হয়ে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে গ্রাম্য চিকিৎসক দেখালে তিনি মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে ‘হিটস্ট্রোকে’ তার মৃত্যু হয়েছে।’’
বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।চরজব্বর থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি জেনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।’