কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের টয়লেটের ভেতর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে উখিয়ার ৩নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি টয়লেট থেকে তাদেরর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- উখিয়ার ৩নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৭৫ব্লকের বাসিন্দা মৃত রশিদ আহমেদ স্ত্রী মমতাজ বেগম(৫৫) এবং তার মেয়ে জুবাইদা বিবি(১৮)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানান, ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যাকাণ্ড কিনা অন্য কিছু ময়নাতদন্তের মাধ্যমে জানা যাবে।
এ ব্যাপারে ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যাকাণ্ড কিনা বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের পর বলা যাবে।