
ডেস্ক রিপোর্ট:
কিং পাওয়ার স্টেডিয়ামের ওপরের আকাশে উড়ল হেলিকপ্টার। তার পেছনে ব্যানারে মালিকপক্ষের প্রতি ক্ষোভের বার্তা। লিভারপুল ম্যাচের ঠিক আগের চিত্র এটা। ম্যাচটায় অবশ্য বেশ অনেকটা সময় লিগ লিডারদের আটকে রেখেছিল লেস্টার সিটি। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। ৭৬ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের গোলে হার নিশ্চিত হয় লেস্টারের।
একইসঙ্গে নিশ্চিত হয়, আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে থাকা হচ্ছে না লেস্টার সিটির। বাংলাদেশ ফুটবলের বড় তারকা হামজা চৌধুরীর দল আগামী মৌসুমে খেলবে প্রথম বিভাগের চ্যাম্পিয়নশিপ ফুটবল। বর্তমানে অবশ্য হামজা আছেন এই লিগেই। শেফিল্ড ইউনাইটেড ক্লাবে ধারের চুক্তিতে এসে খেলছেন এই লিগে।
তবে, চুক্তি যেহেতু ধারের, হামজাকে চুক্তি শেষে হয়ত ফিরতে হবে লেস্টারেই। সেক্ষেত্রে প্রিমিয়ার লিগে আগামী মৌসুমে থাকা হচ্ছে না বাংলাদেশি এই ফুটবলারের। অবশ্য শেফিল্ড যদি প্রিমিয়ার লিগে প্রমোশন নিশ্চিত করে এবং ক্লাবটি যদি হামজাকে নিজেদের করে রেখে দেয়, তবেই কেবল ইংলিশ ফুটবলের শীর্ষ স্তরে দেখা যাবে বাংলাদেশি তারকাকে।
ঘরের মাঠে হেরে অবনমনের দিনে নতুন এক লজ্জার রেকর্ডও গড়েছে লেস্টার সিটি। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা ৯ ম্যাচ নিজেদের ঘরের মাঠে গোল করতে ব্যর্থ হয়েছে ফক্সেসরা। অবশ্য শুধু প্রিমিয়ার লিগ না, এমন বিব্রতকর পরিস্থিতিতে ইংলিশ ফুটবলের শীর্ষ স্তরে পড়তে হয়নি আর কোনো দলকেই।
এদিকে সরাসরি প্রিমিয়ার লিগে ফেরার রাস্তা কঠিন হয়ে উঠেছে হামজার বর্তমান ক্লাব শেফিল্ড ইউনাইটেডের জন্য। এই মুহূর্তে ইংলিশ প্রথম বিভাগ ফুটবলে তিনে আছে শেফিল্ড। ৪৩ ম্যাচ শেষে যাদের সংগ্রহ ৮৬ পয়েন্ট। প্রথম দুই স্থান দখল করে রাখা লিডস ইউনাইটেড এবং বার্নলির পয়েন্ট ৯১। চ্যাম্পিয়নশিপে বাকি আছে আর ৩ ম্যাচ।
স্বাভাবিকভাবেই শেফিল্ডের জন্য সরাসরি প্রমোটেড হওয়ার রাস্তা কিছুটা কঠিন হতে যাচ্ছে। শেষ ৩ ম্যাচে নিজেদের হারা যেমন নিষেধ তাদের জন্য, তেমনি তাকিয়ে থাকতে হবে বাকি ম্যাচগুলোর জন্য।
এরইমাঝে রাতে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বার্নলির বিপক্ষে মাঠে নামছে শেফিল্ড ইউনাইটেড। দুইয়ে থাকা বার্নলির বিপক্ষে এই ম্যাচে জয় পেলে ব্যবধান নেমে আসবে দুইয়ে। সেক্ষেত্রে বার্নলি শেষ দুই ম্যাচে অন্তত ১ ম্যাচে ড্র করলেও শেফিল্ডের সামনে সুযোগ থাকবে সরাসরি প্রিমিয়ার লিগে চলে যাওয়ার। যদিও সেখানে গোল ব্যবধানের একটা হিসেব থেকেই যাচ্ছে।