লাকীকে বহিষ্কারের পর গ্রুপ থিয়েটার ফেডারেশনের নতুন সিদ্ধান্ত
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
বিনোদন ডেস্ক:
গঠনতন্ত্র সংশোধন, নতুন সদস্য যুক্ত করা এবং নিষ্ক্রিয় সদস্যকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। লিয়াকত আলী লাকীকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করার পর, নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন কমিটির সদস্য অধ্যাপক মলয় ভৌমিক।
ধানমন্ডিতে শনিবার কমিটির আহ্বায়ক মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক মলয় ভৌমিক, আহমেদ ইকবাল হায়দার, নাদের চৌধুরী, ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য অনন্ত হিরা ও দপ্তর সম্পাদক খোরশেদুল আলম।
ছয় বছর ধরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান পদ আঁকড়ে থাকা লিয়াকত আলী লাকীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় শুক্রবার। ফেডারেশনের নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভাতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে ফেডারেশনের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য লাকী ইনামকে।
এছাড়া অভিনেতা-নির্দেশক মামুনুর রশীদকে প্রধান করে ফেডারেশন পুনর্গঠন ও সংস্কারের জন্য পাঁচ সদস্যের আহ্ববায়ক কমিটিও করা হয়। ফেডারেশনের স্থায়ী সদস্য ২৩২টি নাট্যসংগঠনের মধ্যে ১৯১টির প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
শনিবার আহ্বায়ক কমিটির প্রথম সভায় ‘দেশ নাটকের’ সদস্য অভিনয়শিল্পী নাজনীন হাসান চুমকীকে আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করা হয়েছে।
লিয়াকত আলী লাকী চেয়ারম্যান থাকার সময় অনেকে সক্রিয় নাট্যসংগঠনকে সদস্যপদ দেওয়া হয়নি। আবার অনুগত অনেক নিস্ক্রিয় সংগঠনকেও ফেডারেশনের সদস্য করা হয়েছে বলে অভিযোগ আছে।
মলয় ভৌমিক গণমাধ্যমকে জানিয়েছেন, ফেডারেশানের বর্তমান সদস্য হওয়ার জন্য যে সব আবেদন জমা আছে এবং যেসব সহযোগী সদস্য পূর্নাঙ্গ সদস্য হবার জন্য আবেদন করেছেন, স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য যা যা আবেদন জমা পড়েছে সেই আবেদন ফর্মগুলো কেন্দ্রীয় পরিষদের কাছে চাওয়া হবে। এই কমিটি যাচাই-বাছাই করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে।