লুট হওয়া ৬০ আগ্নেয়াস্ত্রসহ ৪ হাজার রাউন্ড গুলি হস্তান্তর
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকার র্যাব-১০ কার্যালয় থেকে লুট হওয়া বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্র ও চার হাজার রাউন্ড গুলি র্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
সোমবার সকালে নরসিংদীর সেনা ক্যাম্পে ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই হস্তান্তর আয়োজন করে। এ সময় র্যাব-১০ এর এএসপি এম জে সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন নরসিংদীর ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িস্থ র্যাব-১০ এর কার্যালয় থেকে লুট করার সময় সেনা বাহিনীর ২৮ বেঙ্গলের নেতৃত্বে ১৭টি নাইন এমএম পিকে, ৬টি এসএমজি, ১৬টি শটগানসহ বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন ক্যাটাগরির চার হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আজ সেসব অস্ত্র র্যাবের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় ক্যাপ্টেন মোহাম্মদ আহবাব, ক্যাপ্টেন রকিবুল আলম রকিব, ক্যাপ্টেন আব্দুল্লাহ হিল তাহমিদ ও নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সারোয়ার আলমসহ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।