ডেস্ক রিপোর্ট:
লোহিত সাগরে আবারও জাহাজে হামলার ঘটনা ঘটেছে। প্রতিক্রিয়ায় ইরান-সমর্থিত হুথিদের পরিচালিত তিনটি জাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারগুলো। সেনাবাহিনী রোববার এ তথ্য জানিয়েছে।
ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, হুথিরা মার্কিন হেলিকপ্টারগুলোতে গুলি চালানোর পরে তারা আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। এতে জাহাজের ২০ মিটারের মধ্যে আসা হুথিদের চারটি ছোট নৌকার মধ্যে তিনটি ডুবে যায় এবং ক্রুরা নিহত হয়। চার নম্বর নৌকাটি এলাকা ছেড়ে পালি গেছে।’
সেন্টকম বলেছে, নৌবাহিনী মারস্ক হ্যাংঝো জাহাজের সহায়তার অনুরোধে সাড়া দিয়েছে। এটি সিঙ্গাপুরের পতাকাবাহী ডেনমার্কের মালিকানাধীন কন্টেইনার জাহাজ। লোহিত সাগরে ট্রানজিট করার সময় ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার আক্রমণের শিকার হয়েছে এটি।
জাহাজটিকে এর আগে দুটি অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছিল যা মার্কিন সেনাবাহিনী গুলি করে ধ্বংস করে। দুটিই হুথি নিয়ন্ত্রিত ইয়েমেন থেকে ছোঁড়া হয়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র মারেস্ক হ্যাংঝোতে আঘাত হানে।
হুথিরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ শিপিং লেনের জাহাজগুলোতে বারবার হামলা চালিয়েছে। গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে তারা এই হামলাগুলো চালাচ্ছে বলে দাবি করেছে। ইসরায়েল যতক্ষণ না তাদের অভিযান বন্ধ না করবে তত লোহিত সাগরে হামলা অব্যাহক রাখবে।
লোহিত সাগরে ক্রমাগত হামলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ট্রানজিট রুট। কারণ এই পথে বৈশ্বিক বাণিজ্যের অন্তত ১২ শতাংশ হয়ে থাকে। লাগাতার আক্রমণের মুখে মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে চলতি মাসে লোহিত সাগরের শিপিং রক্ষার্থে একটি বহুজাতিক নৌ টাস্ক ফোর্স গঠন করে।