শপথ অনুষ্ঠান শুরু

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৮ জনের সংসদ সদস্য হিসেবে শপথ অনুষ্ঠান শুরু হয়েছে। এর মধ্য দিয়ে একাদশ সংসদ বিলুপ্ত এবং দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হলো।

আজ (বুধবার) সকাল ১০টার কিছু সময় পর শেরে বাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।

সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী শপথকক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে।

শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদন্দিতা করা আওয়ামী লীগের ২২২ জন, জাতীয় পার্টির ১১ জন, স্বতন্ত্র ৬২ ও অন্যান্য দলের ৩ জন বিজয়ী।

শপথ নেওয়ার জন্য সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা
নতুন সরকারের চ্যালেঞ্জ হবে অগ্নিসন্ত্রাস সমূলে উৎপাটন করা

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার জন্য জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশ করছেন। সংসদ ভবনের ১২ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করছেন তারা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকেই সংসদ ভবনের ১২ নম্বর গেটের সামনে ভিড় করে আছেন নেতাকর্মীরা। মানুষের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

গতকাল নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে।

সংবিধানের বিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে। শপথ গ্রহণের পরই তিনি কার্যভার গ্রহণ করিয়াছেন বলিয়া গণ্য হবেন।