শরীয়তপুরে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে কলেজছাত্রের জরিমানা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ভেদরগঞ্জে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে সাবেকুল আহমেদ পিউশ (১৮) নামে এক কলেজছাত্রকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পিউশ ভেদরগঞ্জের সরকারি এম এ রেজা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তিনি উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের সত্যপুর গ্রামের মৃত শহীদ মুন্সীর ছেলে। আজ বুধবার (৭ জুন) দুপুর দেড়টার দিকে ভেদরগঞ্জ নিউ পপুলার হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এসময় ইভটিজিং আইনে মুচলেকা নিয়ে সাবেকুল আহমেদ পিউশকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, ওই ছাত্রীকে পিউশ বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন। তাই তার বিরুদ্ধে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে নিউজ পোস্ট বিডি ডটকমকে বলেন, আজ বুধবার বেলা ১১টার দিকে নবম শ্রেণির এক ছাত্রী ওই কলেজছাত্রের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ দিয়েছে। পরে দুপুরের দিকে আমি অভিযান চালিয়ে ভেদরগঞ্জ নিউ পপুলার হাসপাতালের সামনে থেকে অভিযুক্তকে আটক করি। এরপর ইভটিজিং আইনে ওই কলেজছাত্রকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে যাতে কেউ ইভটিজিং না করতে পারে সেলক্ষ্যে সবাইকে সতর্ক করা হলো বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।