শরীয়তপুরে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত যুবক ঢামেকে
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরায় দুই গ্রুপের সংঘর্ষে সাব্বির(৩০) নামে এক যুবক আহত হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) দুপুর পৌনে দুইটার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত সাব্বির শরীয়তপুরের জাজিরার পশ্চিম দারিয়াল এলাকার আব্দুল কুদ্দুসের সন্তান
আহত সাব্বিরকে হাসপাতালে নিয়ে আসা জামাল দেওয়ার জানান, আজ (রোববার) সকালে পশ্চিম দারিয়াল এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে হঠাৎ একটি ককটেল এসে তার গায়ে লাগে। পরে ককটেল বিস্ফোরণে সাব্বিরের বাম হাত ও বুকের বামপাশ আঘাতপ্রাপ্ত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শরীয়তপুরের জাজিরা থেকে ককটেল বিস্ফোরণে এক যুবক আহত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে এসেছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।