নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এ শ্রদ্ধা জানান তিনি।
এর আগে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষে পুষ্পার্ঘ্য নিবেদন করেন সর্বস্তরের মানুষ।
শ্রদ্ধা জানান শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়া রাজধানীর স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা দেশের গুণীজনদের হত্যা করে। যাতে এ দেশ কখনই মাথা তুলে দাঁড়াতে না পারে। সেই সঙ্গে সমৃদ্ধির আলোয় উদ্ভাসিত হতে না পারে। পৈশাচিক হত্যাযজ্ঞের পর ঢাকার মিরপুর-রায়েবাজারসহ বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের মরদেহ ফেলে রাখে রাজাকার-আলবদররা। এ দেশকে চিরতরে পঙ্গু করে দেওয়াই ছিল তাদের লক্ষ্য। এ হত্যাকাণ্ড ছিল বিশ্বের ইতিহাসে জঘন্যতম বর্বরতার উদাহরণ।