নরসিংদী প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে যৌথ অভিযান চালিয়ে নরসিংদীর রায়পুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯ এবং র্যাব-১১।
আজ বুধবার সকালে র্যাব-৯ এর সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া আসামি সজীবুর রহমান নরসিংদীর রায়পুরা থানাধীন দুকুন্দিচর গ্রামের রবি উল্লাহ ছেলে। সজীবুর শাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে মঙ্গলবার রাত দেড়টার দিকে নরসিংদীর রায়পুরা এলাকায় অভিযান চালিয়ে সজীবুরকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে কোতোয়ালি থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।