রাজধানীতে ময়লার স্তূপে যমজ নবজাতকদের মরদেহ

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শাহবাগ এরিয়ায় ময়লার স্তূপ থেকে যমজ নবজাতকদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বয়স ছিল একদিন, দুজনই ছেলে।

গতকাল শুক্রবার (১১ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, ফুটপাতে ময়লার স্তূপে পুরাতন লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল দুই নবজাতকের মরদেহ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক মোঃ হারুন-অর রশিদ জানান, খবর পেয়ে আনন্দবাজার একুশে হল সংলগ্ন আনোয়ার পাশা ভবনের সামনের একটি গলি থেকে ময়লা কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় দুটি ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মরদেহ দুটি কে বা কারা ফেলে রেখে গেছে, বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।