শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৪

সেলিনা আক্তার:

২০২৩ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ অক্টোবর, ২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।
রোববার শাহ্জালাল ইসলামী ব্যাংক তাদের ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়,শাহ্জালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় স্নাতক বা সমমান অধ্যয়নরত শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হবে।
যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি পূরণ সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রের ফরম শাহ্জালাল ইসলামী ব্যাংকের সব শাখায় অথবা ব্যাংকের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

যেসব আবেদনকারীর পিতা বা মাতার বাত্সরিক আয় ২ লাখ টাকার ঊর্ধ্বে, তাদের আবেদনপত্র গৃহীত হবে না। অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।