জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
কুড়িগ্রামে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে চরাঞ্চলের দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।সোমবার(২১ জানুয়ারি) সকালে যাত্রাপুর সীমান্ত ফাঁড়িতে প্রায় ৫০০ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল মোত্তাকিম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক মেজর মাহবুবুর রহমান, যাত্রাপুর সীমান্ত ফাঁড়ির সুবেদার সৈয়দ আলী প্রমুখ।
শীতবস্ত্র পেয়ে খুশি অসহায় মানুষেরা। শীতার্ত রহিমা বেগম, আবেদ আলী, মজিবরসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের শীতবস্ত্র কেনার সামর্থ নেই। এ বছর শীতে খুব কষ্টে পার করছেন তারা। শীতবস্ত্র পাওয়ায় তাদের অনেক উপকার হয়েছে।
লাইলী বেগম নামে আরেক বৃদ্ধা বলেন, গত কয়েকদিন ধরে খ্বু ঠান্ডা। রাতে ঘুমাইতে পারি না। কম্বলটা পেয়ে খ্বু খুশি হলাম। রাতে অন্তত শান্তিতে ঘুমাতে পারবো।
বিজিবি অধিনায়ক আব্দুল মুত্তাকিম বলেন, আমরা দৈনন্দিন কাজের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে হাত বাড়াই। এরই ধারাবাহিকতায় শীত প্রবণ এ অঞ্চলের দুস্থ ও অসহায় মানুষের জন্য যাত্রাপুর এলাকায় ৫০০ কম্বল বিতরণ করা হলো। এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।