সচিবালয়ের সামনে ১৩-১৪তম শিক্ষক নিবন্ধনধারীদের অবস্থান

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

আপিল বিভাগের রায় অনুযায়ী রিট পিটিশনারদের নিয়োগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধনধারীরা। বুধবার (২১ আগস্ট) সকাল থেকে সচিবালয়ের দুই নম্বর গেটে অবস্থান নিয়েছেন তারা। এনটিআরসিএর ১৩ ও ১৪তম নিবন্ধিত ও নিয়োগবঞ্চিত সব রিট পিটিশনারদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অন্যতম সমন্বয়ক লিটন বলেন, ‘২০১৮ সালে রিটকারীদের নিয়োগের নির্দেশ দেয় হাইকোর্ট। ওই রায়ের ওপর এনটিআরসিএ আপিল করলে ২০২০ সালে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন। আপিল বিভাগের রায় বাস্তবায়নে এনটিআরসিএ ২০২১ সালের ৩১ মার্চ তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এবং ওই বিজ্ঞপ্তিতে ২ হাজার ২০৭ জনের জন্য শূন্য পদ সংরক্ষণ করা হয়। পরে ২০২২ সালের ২০ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের নিয়োগ সুপারিশ করা হয়েছে।’
তিনি বলেন, ‘নিয়োগ বঞ্চিতদের মধ্যে আরও আড়াই হাজার প্রার্থী পরবর্তী সময়ে রিট করেন। এই রিটকারীদেরও নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট। ২ হাজার ২০৭ জন এবং আমাদের মামলার গ্রাউন্ড একই, রায়ও এক। তবে একটি গ্রুপকে নিয়োগের সুপারিশ করা হলেও তাদের সুপারিশ করা হচ্ছে না। অথচ প্রাপ্ত নম্বর এবং মেধাতালিকায় আমরা এগিয়ে রয়েছি। আদালতের রায় বাস্তবায়নের জন্য একাধিকবার লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তার কোনও জবাব দেয়নি এনটিআরসিএ।
কর্মসূচিতে উপস্থিত এক ভুক্তভোগী বলেন, দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন দফতরে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছি। আমাদের সরাসরি নিয়োগের কথা বলে পরীক্ষা নেওয়া হয়েছিল। আমরা নম্বর ও মেধাতালিকায় এগিয়ে থেকেও নিয়োগ বঞ্চিত হয়েছি। আমাদের নিয়োগ সুপারিশ করতে একাধিকবার এনটিআরসিএতে স্মারকলিপি দিয়েছি। তবে আজও আমাদের নিয়োগ হয়নি। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা মানছে না এনটিআরসিএ।