সন্দেহজনক গতিবিধির কারণে ব্রিটিশ নাগরিককে জিজ্ঞাসাবাদ করলো বিসিবি

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে এক ব্রিটিশ নাগরিকের সন্দেহজনক গতিবিধি নজরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। পরে এই ব্রিটিশ নাগরিককে জিজ্ঞাসাবাদ করেছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট (এসি‌উ)।

রোববার (৯ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচ চলার সময়ে এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডেইলি সান। ডমিনিক লুক উড নামে ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়েছে এসিইউর।

পরে সেই ব্রিটিশ নাগরিককে গ্যালারি থেকে ডেকে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ৪৯ বছর বয়সী উড দীর্ঘ ১৫ বছর ধরে তুরস্কে বসবাস করছেন।

বিসিবির জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, ক্রিকেটারদের অটোগ্রাফ সংগ্রহ করাই তার শখ। সেই শখ পূরণের উদ্দেশ্যেই তিনি বাংলাদেশে এসেছেন বলে এসিইউকে জানিয়েছেন। তিনি আগামী ২৮ মার্চ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে উড বলেন, ‘আমি শুধুমাত্র ক্রিকেটারদের অটোগ্রাফ সংগ্রহের জন্যই এখানে এসেছি।’

এ দিকে বিসিবির দুর্নীতি দমন ইউনিট উডের পরিচয় যাচাইয়ের জন্য তদন্ত করছে। এছাড়া তার অতীত কর্মকাণ্ড নিয়েও তদন্ত চালিয়ে যাচ্ছে।