সন্ধ্যায় সংঘর্ষ, রাতে সোনাগাজী ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ফেনী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজী উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, ফেনী জেলা শাখার অধীনস্থ সোনাগাজী উপজেলা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বুধবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এ ব্যাপারে ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, কেন্দ্রীয় পরিষদ থেকে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে দ্রুতই সাংগঠনিক প্রক্রিয়া শুরু হবে।
এদিকে এর আগে সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তাকিয়া রোড সংলগ্নে সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় করা মামলার জেরে ছাত্রদলের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় অন্তত ৩৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।