সমবায়ের নামে শত শত কোটি টাকা আত্মসাৎ, জামায়াত নেতা আটক

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫

জামালপুর প্রতিনিধি:

 

সমবায় সমিতির নামে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে পলাতক আল আকাবা সমিতির পরিচালক-জামায়াত নেতাকে গ্রাহকরা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাকে বুধবার (২৩ এপ্রিল) মাদারগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও সমবায় সমিতির গ্রাহক সহায়তা কমিটির সভাপতি শিবলুল বারী রাজু জানান, সমিতির গ্রাহকরা আল আকাবা সমবায় সমিতি লি: এর অন্যতম পরিচালক ও জামায়াতের মাদারগঞ্জ উপজেলার নেতা মাহবুবুর রহমান (৫৮) কে মঙ্গলবার (২২এপ্রিল) রাতে জামালপুর জেলা শহরের নয়াপাড়ার আলফা গার্ডেন বাসার সামনে থেকে আটক করে। বুধবার (২৩ এপ্রিল) ভোরে তাকে মাদারগঞ্জ খানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটকের পর ওই পরিচালককে গণপিটুনি ও গলায় জুতার মালা দিয়ে ঘোরানো হয় বলে একটি সূত্র জানিয়েছে। পরে গলায় জুতার মালা পরিহিত ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

আটক মাহাবুবুর রহমানের বাড়ি বগুড়া জেলার একটি প্রত্যন্ত গ্রামেও হলে তিনি মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মুসলিমাবাদ মুন্সি বাড়িতে তার শ্বশুর বাড়িতে দীর্ঘদিন থেকে বসবাস করেন। জামায়াতে ইসলামী বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলার শীর্ষ স্থানীয় নেতা এবং আল আকাবা সমবায় সমিতির লি: এর একজন পরিচালক। তার আটক হওয়ার খবরে মাদারগঞ্জ থানার সামনে ঐ সমিতির শত শত আমানতকারী জড়ো হয়ে বিক্ষোভ করছে।

এ বিষয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, তিনি এখন আটক মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে, বিষয়টি সম্পর্কে পরে জানানোর কথা বলবেন, বলে জানান।

উল্লেখ্য মাদারগঞ্জ উপজেলা সদরে আল আকাবা সমবায় সমিতিসহ প্রায় ৩০টি সমিতি গ্রাহকদের উচ্চ মুনাফার লোভে ফেলে তাদের কাছ থেকে ৭৫০ কোটি টাকা আত্মসাৎ করে। এবং প্রায় এক বছর ধরে তারা সমিতি অফিসে তালা ঝুলিয়ে গা ঢাকা দেয়। তারপর থেকে প্রতারিত গ্রাহকরা আমানত উদ্ধারের দাবীতে কয়েক মাস যাবত আন্দোলন করে আসছে।