সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রযোজনায় জুটি বাঁধলেন মম-জাহিদ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
বিনোদন ডেস্ক রিপোর্টঃ
অভিনেত্রী জাকিয়া বারি মম ও অভিনেতা জাহিদ চৌধুরী প্রথমবারের মত জুটি বেঁধে কাজ করলেন। তাদের দেখা যাবে, সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রযোজিত ‘বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা’ শিরোনামে বিজ্ঞাপন চিত্রে।বিজ্ঞাপন চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা আলী ইমরান চৌধুরী। গত ৮ ই মে মানিকগঞ্জে নবগ্রামে এটির শুটিং শেষ হয়েছে।
এ বিজ্ঞাপনে অভিনেত্রী মম এর স্বামী চরিত্রে দেখা যাবে জাহিদ চৌধুরীকে।এতে দেখা যাবে একজন নারীর স্বামী মারা যাওয়ার পর আর্থিক সমস্যা ও মানসিকভাবে অবহেলার শিকার হয়, তার পরিবার ও আত্মীয়স্বজনের কাছে।
এইসব মহিলাদের জন্য সরকার চালু করেছে বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা। সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদফতর সরকারি সেবা টি পরিচালনা করে থাকেন। তিনি এই সরকারি এ ভাতাটি পাওয়ার পর তার জীবনের গল্প পরিবর্তন হতে থাকে।খুব শীগ্রই টিভি চ্যানেলে সহ অনলাইন প্লাটফর্মে প্রচার হবে।