সাকিবের বিদায়ে বিপদে বাংলাদেশ

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৪

ক্রীড়া ডেস্ক:

অশ্বিনকে ছক্কা হাঁকাতে গিয়ে সিরাজের দুর্দান্ত ক্যাচে ফিরলেন সাকিব আল হাসান। ৯ রানে আউট সাকিব। তার বিদায়ে ষষ্ঠ উইকেটের পতন হল বাংলাদেশের। ৬০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১৭৭। ৭৮ রান করা মুমিনুলের সঙ্গে আছেন ৪ রান করা মিরাজ।
চতুর্থ দিনের শুরুতে দুই অপরাজিত ব্যাটারের মধ্যে মুশফিকুর রহিম আউট হলেও টিকে আছেন মুমিনুল হক। একপ্রান্ত আগলে ফিফটি তুলে নিয়েছেন এই বাঁহাতি। তবে টিকলেন না লিটন। অহেতুক শটে রোহিতের দুর্দান্ত ক্যাচে ফিরলেন টাইগার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ৩০ বলে ১৩ রান করেন লিটন।

৫১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১৪৯। ৬৩ রানে মুমিনুলের সঙ্গে জুটি বাধতে উইকেটে এসেছেন সাকিব আল হাসান।

বুমরাহর বল ছেড়ে দিয়ে বোল্ড মুশফিক

চতুর্থ দিন শুরু থেকেই ভারতের দুই পেসার বুমরাহ ও আকাশ দীপ নিয়ন্ত্রিত বল করছিলেন। এতে দিনের শুরুতেই বুমরাহকে উইকেট বিলিয়ে দিলেন মুশফিক। ওভারের প্রথম বল ব্যাটের ভেতরের কানায় লেগে বাউন্ডারি পান মুশফিক। প্রায় একইভাবে ভেতরে ঢোকা পরের ডেলিভারি না খেলে ছেড়ে দিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান। দারুণ ইনসুইংয়ে উড়ে গেল মুশফিকের স্ট্যাম্প। ২ চারে ৩২ বলে ১১ রান করেন তিনি।

মুশফিকের আউটে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১১২। ৩২ বলে ১১ রান করে আউট হয়েছেন মুশফিক। ৪০ রানে অপরাজিত থাকা মুমিনুলের সঙ্গে জুটি বাধতে উইকেটে এসেছেন লিটন দাস।
আড়াই দিন পর অবশেষে খেলা শুরু

তিন দিন বৃষ্টি বাধার পর রৌদ্রোজ্জ্বল কানপুর। সোমবার নির্ধারিত সময়েই শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের মধ্যকার কানপুর টেস্ট। তবে প্রথম দুই সেশনে ১৫ মিনিট করে বাড়ানো হয়েছে খেলার সময়। লাঞ্চের আগে ও পরে ১০ মিনিট করে বেশি খেলা হবে দুই সেশনে।

এর আগে টেস্টের প্রথম দিনে ৩৫ ওভারে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে করেছে ১০৭ রান। ১৩ বলে ৬ রান করে মুশফিকুর রহিম ও ৮১ বলে ৪০ রানে অপরাজিত আছেন মুমিনুল। বৃষ্টির কারণে অনেকটা আগেভাগেই শেষ হয় সেদিনের খেলা। দ্বিতীয় দিনের খেলার পুরোটাই ভেসে যায় বৃষ্টিতে। তৃতীয় দিন বৃষ্টি না হলেও ভেজা আউটফিল্ডের কারণে খেলা চালু করা সম্ভব হয়নি।

সোমবার কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে নির্ধারিত সময়েই শুরু হয়েছে খেলা। বাংলাদেশ সময় সকাল ১০টা মাঠে নামেন টাইগাররা। প্রথম দিনের ৩ উইকেটে ১০৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। উইকেটে আছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক (৪০) এবং মুশফিকুর রহিম (৬)।