সাবিনাদের শিরোপা, বাফুফে নির্বাচন ছাপিয়ে লাল-সবুজের হামজা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ক্রীড়া ডেস্ক:
চোখের পলকেই কেটে যায় সময়। ২০২৪ সাল এখন বিদায়ের পথে। বছর জুড়ে মাঠ ও মাঠের বাইরে নানা ঘটনায় আলোচিত ছিল দেশের ফুটবল।
ঢাকা পোস্টের জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক আরাফাত জোবায়ের দেশের ফুটবলে বছরের উল্লেখযোগ্য ঘটনাগুলো তুলে ধরেছেন।
নারী সাফ শিরোপা অক্ষুণ্ন
২০২২ সালে সাবিনারা দক্ষিণ এশিয়ার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও সেই শিরোপা বজায় রেখেছেন তারা। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফে সাবিনারা আবারও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্নামেন্টজুড়ে ব্রিটিশ কোচ পিটার বাটলার ও সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্ব ছিল আলোচনায়। সকল কিছু ছাপিয়ে মাঠে সেরাটা দিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।
সাফ চ্যাম্পিয়ন সাবিনাদের ছাদ খোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে আনা হয়। চ্যাম্পিয়ন মেয়েদের বাফুফে বেতন বকেয়া রেখেছিল। এ নিয়ে সমালোচনা হয় অনেক। চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনারা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পান। ক্রীড়া মন্ত্রণালয়, বিসিবি, বিওএ আর্থিক পুরস্কার প্রদান করে তাদের।
সালাউদ্দিন যুগের অবসান
২০০৮ সালে বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছিলেন কিংবদন্তী কাজী সালাউদ্দিন। চার মেয়াদে বাফুফে সভাপতি নির্বাচিত হওয়ার পর এবারের নির্বাচনেও অংশগ্রহণের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। পরবর্তীতে অবশ্য সেই অবস্থান থেকে সরে আসেন। এই নির্বাচনে আর অংশগ্রহণ করেননি। সাবেক ফুটবলার ও সহ-সভাপতি তাবিথ আউয়াল বাফুফের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।
সংগঠক তরফদার রুহুল আমিন সভাপতি নির্বাচনের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত নির্বাচনই করেননি। তাবিথ আউয়াল শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেছেন দিনাজপুরের এফএম মিজানুর রহমান চৌধুরীর সঙ্গে। তাবিথের বিজয় ছিল শুধু সময়ের অপেক্ষা।
সহ-সভাপতি পদে নির্বাচন করে হেরে গেছেন সাবেক দুই তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ও শফিকুল ইসলাম মানিক। নির্বাচিত চার সহ-সভাপতি ফুটবলাঙ্গনে তেমন কোনো পুরনো ব্যক্তিত্ব নন। হঠাৎ করে ফুটবলাঙ্গনে আসা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি ও অনেক দিন পর ক্রীড়াঙ্গনে সক্রিয় হওয়া সাব্বির আরেফ দুই সাবেক তারকা ফুটবলারকে হারিয়ে চমক সৃষ্টি করেছেন।
বয়সভিত্তিক পর্যায়েও শিরোপা
সিনিয়র নারী দলের পাশাপাশি বাংলাদেশ বয়স ভিত্তিক পর্যায়েও দক্ষিণ এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে। বছরের শুরুটা ছিল ঢাকায় সাফ অ-২০ টুর্নামেন্টে নারীদের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। ভারতের বিপক্ষে নির্ধারতি সময় ও টাইব্রেকারেও খেলা ড্র ছিল। ম্যাচ কমিশনার টাইব্রেকার অব্যাহত না রেখে আকস্মিক টস করেন।
ভারত শিরোপা উল্লাস করলেও বাংলাদেশ আপত্তি জানায়। এতে খেলা বিপত্তি ঘটে। শেষ পর্যন্ত যুগ্ম শিরোপা নির্ধারিত হয়। পরের মাসেই বাংলাদেশ নারী দল নেপালে সাফ অ-১৬ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরে। আগস্টে নেপালে সাফ অ-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যুব ফুটবলাররাও।
হামজা বাংলাদেশের
প্রায় দেড় বছর ধরে বাফুফে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে লেস্টার সিটিতে খেলা বাংলাদেশি বংশোদ্ভুত হামজা চৌধুরীকে নিয়ে কাজ করছিল। এই বছর বাংলাদেশি পাসপোর্ট, ইংল্যান্ড ফুটবল ফেডারেশনের অনুমতির পর ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আবেদন করেছিল ফেডারেশন।
নানা ইস্যুতে সেই আবেদন নিষ্পত্তিতে অনেক সময় নিয়েছিল। এক পর্যায়ে না হওয়ার আশঙ্কাও ছিল। পরবর্তীতে ফিফার সবুজ সংকেত পাওয়ায় হামজা চৌধুরির বাংলাদেশ দলের হয়ে খেলতে আর বাধা নেই। বাংলাদেশ ফুটবল দলে ইংল্যান্ড প্রিমিয়ার লিগের ফুটবলার খেলা বিশেষ ঘটনা।
রাসেল-জামাল খেলেনি, দলহীন জামাল ভূঁইয়া
৫ আগস্ট পরবর্তী ঘটনায় ফুটবলাঙ্গনে ধাক্কা লেগেছে অনেক। শেখ রাসেল ও শেখ জামাল এবার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে অংশগ্রহণ করেনি। ফুটবলারদের সঙ্গে প্রাথমিক আলোচনা ও চুক্তি হলেও পরবর্তীতে দুই ক্লাবই না খেলার সিদ্ধান্ত নেয়। এতে ফুটবলাররা চরম সংকটে পড়ে।
দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী এবার লিগ খেলছে বিদেশি ফুটবলার ছাড়াই। আবাহনী ক্লাবে খেলার কথা ছিল জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার। ৫ আগস্টের পর ক্লাব চুক্তির অঙ্ক কমানোর প্রস্তাব দেয়। এতে তিনি রাজি হননি। শেষ মুহূর্তে এমনটা হওয়ায় তিনি অন্য কোনো দলেও যেতে পারেননি। ফলে প্রথম লেগে তার পক্ষে আর খেলা সম্ভব হয়নি। ৫ আগস্ট ঘটনায় ঘরোয়া ফুটবলের পরিধিও এবার কমেছে। স্বাধীনতা কাপ ও সুপার কাপ ক্যালেন্ডার থেকে বাদ পড়েছে। ফেডারেশন কাপ ও লিগই এবার অনুষ্ঠিত হবে শুরু।
আবারও ফিফার শাস্তি
২০২৩ সালের ১৪ এপ্রিল ফিফা বাফুফের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করেছিল দুই বছরের জন্য। ২০২৩ সালের পরের বছরও ফিফার শাস্তি অব্যাহত ছিল। এই বছর মে মাসের দিকে ফিফা বাফুফের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে দায়িত্বে অবহেলার জন্য আর্থিক জরিমানা করে। পাশাপাশি বাফুফের কয়েকজন স্টাফকেও বিভিন্ন মেয়াদে বহিষ্কারাদেশ দেয়। সোহাগের শাস্তির মেয়াদ আরো এক বছর বাড়ায়।
মুদ্রার এপিঠ-ওপিঠ বসুন্ধরা কিংসের
২০২৪ সালে বসুন্ধরা কিংস ট্রেবল জিতেছিল। ২০১৩ সালে শেখ রাসেল এক মৌসুমে চারটি ট্রফি জিতেছিল। ১১ বছর বসুন্ধরা কিংস সেই কৃত্তিত্ব অর্জন করেছিল এই বছর। সেই বছরই কয়েক মাস পর বসুন্ধরা কিংস তিক্ত অভিজ্ঞতার স্বীকার হয়েছে। চলমান নতুন মৌসুমে বসুন্ধরা লিগের চার ম্যাচের মধ্যে দু’টিতে হেরেছে। প্রিমিয়ার লিগে আর্বিভূত হওয়ার পর কিংস এক লিগে দু’টি ম্যাচ হারেনি। ছয় বছর কোচ থাকা স্পেনিশ অস্কার ব্রুজনকে বদলে রোমানিয়ান ভ্যালেরি তিতাকে আনে কিংস। কোচ বদলালেও এএফসির আসরে কোনো প্রভাব পড়েনি। বরং এবার কোনো পয়েন্ট ছাড়াই দেশে ফিরতে হয়েছে।
চ্যালেঞ্জ কাপ নতুন আসর
ইউরোপ ও ফুটবলে উন্নত বিশ্বে সমাপ্ত মৌসুমে লিগ ও টুর্নামেন্ট চ্যাম্পিয়নের মধ্যে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু হয়। বাফুফে এবার চ্যালেঞ্জ কাপ ২.০ নামে বাংলাদেশেও সেই সংস্করণ করেছে। কিংস গত লিগের সব ট্রফি জেতায় মোহামেডান রানার্স-আপ হিসেবে এই ম্যাচ খেলেছে। কিংস লিগ চ্যাম্পিয়ন হওয়ায় ম্যাচটি কিংস অ্যারেনায় হয়েছে। কিংস অ্যারেনায় স্মোক ফ্লেয়ার নিয়ে কম জলঘোলা হয়নি।
জাতীয় দল সাফল্যহীন
বাংলাদেশ সিনিয়র পুরুষ ফুটবল দল এই বছর আটটি ম্যাচ খেলেছে। আট ম্যাচের মধ্যে বাংলাদেশ ছয়টি হেরেছে আর দু’টি ম্যাচ জিতেছে। দু’টি জয়ই প্রীতি ম্যাচে। একটি ভূটানে আরেকটি ঢাকায় মালদ্বীপে। বিশ্বকাপ বাছাইয়ে এই বছর চারটি ম্যাচই হেরেছে বাংলাদেশ। চার ম্যাচে জয় তো দূরের কথা একটি গোলও করতে পারেনি।
প্রথম অধিনায়ক পিন্টুর চিরবিদায়
স্বাধীন বাংলা ফুটবল দল ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু ১৮ নভেম্বর ইন্তেকাল করেন। বাংলাদেশের প্রথম অধিনায়কের মৃত্যুতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গভীর শোক নেমে আসে। স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যগণ মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাওয়ায় পিন্টু গার্ড অব অনার পেয়েছেন। মোহামেডান ক্লাব, বাফুফে, ক্রীড়া মন্ত্রণালয় তাকে গভীর শ্রদ্ধা জানায়।