
নিজেস্ব প্রতিবেদক:
সাভারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন ওই সড়কের চলাচলরত যাত্রীরা।
রোববার রাতে উলাইলের কর্নপাড়া এলাকায় অবস্থিত প্রতীক এ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। রাত ১০টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে শিল্পপুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছেন।
বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ জানুয়ারি মাসের বেতন এখনও পরিশোধ করেননি। কয়েক দফায় বেতন পরিশোধের আশ্বাস দিলেও কর্তৃপক্ষ বেতন দেয়নি। ফলে শ্রমিকরা বাসা ভাড়াসহ মুদি দোকানের বকেয়া টাকা পরিশোধ করতে পারছেন না। রোজা শুরু হলেও শ্রমিকরা বাজার করতে না পারায় সংসার চালানো কষ্টসাধ্য হয়ে পড়ছে। তাই বকেয়া বেতন আদায়ের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়েছেন।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, বকেয়া বেতনের দাবিতে প্রতীক নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।