সালথায় নকল পণ্যের কারখানায় পুলিশের অভিযান, মালিক আটক
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
জেলা প্রতিনিধি,ফরিদপুরঃ
ফরিদপুরের সালথায় নকল ও ভেজাল পণ্য উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় কারখানাটির মালিক জামাল মাতুব্বরকে (৩৭) আটক করা হয়েছে।শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ঠেনঠেনিয়া বাজারে জামাল স্টোর নামের একটি কারখানায় এ অভিযান চালানো হয়।
আটক জামাল মাতুব্বর একই উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের মৃত মালেক মাতুব্বরের ছেলে।ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিলের নির্দেশে অভিযানে নেতৃত্ব দেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান।
এ সময় সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক, এসআই হারুনসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।অভিযানের সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, কারখানাটিতে ভেজাল সয়াবিন তেল, নকল মোড়কে চালসহ বেশকিছু ভেজাল পণ্য সামগ্রী উৎপাদন করা হয়। খবর পেয়ে পুলিশ ওই কারখানায় অভিযান চালায়।এ সময় বিপুল পরিমাণ নকল ও ভেজাল পণ্য সামগ্রী জব্দ করা হয়।এ বিষয়ে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।