জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাড়াশে একরাতে ডিজেল চালিত সাতটি শ্যালো মেশিন চুরি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।শনিবার (২০ জানুয়ারি) বিকেলে তাড়াশ পৌরসভার কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন এ চুরির বিষয়টি নিশ্চিত করেন।তাড়াশ পৌরসভার ভাদাশ ও ওয়াশীন মৌজার বোরো চাষের জমি থেকে গভীর রাতে সংঘবদ্ধ একটি চোর চক্র এ মেশিন গুলো নিয়ে গেছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত ভাদাশ গ্রামের কৃষক বেলায়েত হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ধরে জমিতেই মেশিন রেখে নির্বিঘ্নে সেচ দিয়ে আসছিলেন। কখনও পাহারা দেওয়ার প্রয়োজন হয়নি। কিন্তু হঠাৎ করেই বুধবার রাতে তারসহ সাতটি শ্যালো মেশিন চুরি হয়েছে। এ ঘটনায় অন্য কৃষকরাও শঙ্কিত হয়ে পড়েছেন।
আরেক ক্ষতিগ্রস্ত কৃষক সাইফুল ইসলাম বলেন, এ সাতটি শ্যালো মেশিনে দুই মৌজায় প্রায় ২০০ বিঘা জমিতে বোরো চাষ শুরু করা হয়েছে। এখন চারা রোপণের পুরো প্রস্তুতি চলছে। এসময়ে মেশিনগুলো চুরি হয়ে গেল। এখন নতুন করে মেশিন কেনা ছাড়া কোনো উপায় নাই। মৌসুমের শুরুতেই এবার তাদের বাড়তি খরচের মুখে পড়তে হল বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, চুরির বিষয়টি আমার জানা নেই। তবে এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।