সিরাজগঞ্জে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় জেলা শহরের গোশালা এসবি ফজলুল হক রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশত রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শতাধিক নারী শিক্ষার্থীসহ কোটা আন্দোলনকারীরা বিকেল সাড়ে তিনটার দিকে ইসলামিয়া কলেজ মাঠ থেকে ফজলুল হক রোড দিয়ে নিউ ঢাকা রোডের দিকে যাচ্ছিলেন। আন্দোলনকারীরা নিউ ঢাকা রোডের ট্রাক স্ট্যান্ড এর পাশে পৌঁছালে পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন শুরু করেন। আবু তাহের কলোনিতে নির্মাণ কাজের কারণে গোসালা মসজিদের সামনে ইটের স্তূপ রাখা ছিল। আন্দোলনকারী শিক্ষার্থীদের কেউ কেউ এ সময় ইটের স্তূপ থেকে ইট-পাটকেল নিয়ে পুলিশের উপর নিক্ষেপ করে। এ সময় ‌পুলিশ লাঠিচার্জ এবং রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গের চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা গোশালার রোড সংলগ্ন কাটাখাল মুক্তিযোদ্ধা লেন, হাজী বারাক, আবু তাহের কলোনি ও মন্দিরের গলি দিয়ে ছুটে পালিয়ে যায়। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় পালাতে দেখা যায়।

সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, শিক্ষার্থীদের একটি মিছিল ইসলামিয়া কলেজ মাঠ থেকে গোশালা রোড দিয়ে জেলা শহরের কেন্দ্রস্থলে প্রবেশের চেষ্টা করে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শিক্ষার্থীরা পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ‌

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকেই প্রথমে পুলিশের প্রতি ইট- পাটকেল ছোঁড়া হয়। অবস্থা বেগতিক দেখে পুলিশ নিজেদের রক্ষায় টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।