সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি:

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির ফলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় শহরের হার্ডপয়েন্টে পানি বেড়েছে ৩৩ সেন্টিমিটার। একই দিনে কাজিপুরের মেঘাই পয়েন্টে বেড়েছে ৩২ সেন্টিমিটার।
সোমবার (৭ অক্টোবর) সকাল ৬টায় শহরের হার্ডপয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০.৮২ মিটার (ঝড়ন)। ২৪ ঘণ্টায় ৩৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১২.৯০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অপরদিকে কাজিপুরের মেঘাই পয়েন্টে পানি সমতল রেকর্ড করা হয়েছে ১২.৪৯ মিটার (ঝড়ন)। ২৪ ঘণ্টায় ৩২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২৩১ সে.মি. মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান বলেন, যমুনা নদীর পানি আরও বাড়তে পারে। তবে এ অঞ্চলে আপাতত বন্যার কোনো শঙ্কা নেই।