সিরাজগঞ্জে মাস্ক পরে আ.লীগের মশালমিছিল

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের লোকজনের বের করা মশালমিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মিছিলটি কাজীপুর উপজেলার নাটুয়াপাড়া চর এলাকায় হয়েছে বলে জানা গেছে।

রোববার (২০ এপ্রিল) রাতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই মশালমিছিলে অংশ নেয়। তবে ২ মিনিট ৫১ সেকেন্ডের ভিডিওতে রাতের অন্ধকার থাকায় ও মাস্ক পরায় কোনো নেতাকর্মীকে চিহ্নিত করা সম্ভব হয়নি।

ভিডিওটি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট দেওয়া হয়েছে। যেটি সিরাজগঞ্জের অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজ নিজ ফেসবুক আইডিতে শেয়ার করেছেন।

এ সময় তাদের ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘কে বলেরে মুজিব নাই, মুজিব আছে সারা বাংলায়’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে কাজীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরে আলম বলেন, আমরা এখন পর্যন্ত মিছিলের সঠিক কোনো তথ্য পাইনি। তথ্য পেলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।