ক্রীড়া ডেস্ক:
এবার সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াইয়ে নামছে বাংলাদেশ ও ভারত। আগামীকাল (রোববার) মধ্যপ্রদেশের শহর গোয়ালিয়রে দুই দল তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে। এই সিরিজ দিয়েই সাকিবকে ছাড়া খেলতে শুরু করবে বাংলাদেশ। কারণ ইতোমধ্যে টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন বাংলাদেশের এই সুপারস্টার।
সাকিব বাংলাদেশ তথা ক্রিকেট বিশ্বেরই সুপারস্টার। তার বিদায়ে টি-টোয়েন্টি দলে কে শূন্যস্থান পূরণ করবেন, তা- এখন বড় প্রশ্ন। অবশ্য সাকিবের অভাব দূর করার মতো অনেকেই আছেন। তবে বড় প্রশ্ন হলো, সাকিবের মতো সুপারস্টার কি আসবেন? এমন প্রশ্নের জবাবে তাওহিদ হৃদয় জানালেন, সুপারস্টার হওয়ার দিকে নয় বরং পারফর্ম করার দিকেই তার সব মনোযোগ।
হৃদয় বলেন, ‘সুপারস্টার তৈরি হওয়ার বিষয়টা আমি বলতে পারব না। এটা সময়ই বলে দেবে। দিন শেষে আগে পারফর্ম করাটা ম্যাটার করে। পারফর্ম যদি করি, দলের রেজাল্ট যদি ভালো হয় দেখা যাবে এখান থেকেই ইনশাল্লাহ ভবিষ্যতে আসবে অনেকেই; আসার সম্ভাবনা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম ছাড়া আসলে আলটিমেটলি কোনো কিছু চিন্তা করা যায় না। সবাই পারফর্ম করতে চায় এবং চেষ্টা করব ভালো কিছু করতে।’