রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় পাটে ফলন কম হয়েছে। এতে করে পাট চাষিরা হতাশ হয়েছেন। কারণ খরা এবার বেশি থাকায় এবং বৃষ্টি না হওয়ায় পাট গাছ মোটা হয়নি। তাই আঁশ কম হয়েছে। এতে সোনালি পাটের অর্ধেক ফলন হয়েছে বলে জানান পাট চাষিরা। এভাবেই ডোবাতে পাট পঁচিয়ে সাফ সুতরা করে তোলা হচ্ছে ভ্যান গাড়িতে। তবে পাট হাট ও আড়তে ২৬০০-২৭০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে বলে জানান পাট চাষিরা। ছবিগুলো রোববার (১১ আগস্ট) রাজশাহী পবা উপজেলার দুয়ারী ব্রিজ এলাকা থেকে তোলা