স্ত্রীসহ পুলিশ কর্মকর্তা বদরুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
![স্ত্রীসহ পুলিশ কর্মকর্তা বদরুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা](https://www.newspostbd.com/wp-content/uploads/2025/02/102-1.jpg)
নিজস্ব প্রতিবেদক:
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সহকারী পুলিশ সুপার এস এম বদরুল আলম ও তার স্ত্রী মাসুমা আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সংস্থাটির জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বদরুল আলমের স্ত্রী মাসুমা আলম দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ২ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৬৬৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা দেন। কিন্তু দুদকের অনুসন্ধানে ৬০ লাখ ৩৮ হাজার ৮৩২ টাকার সম্পদের বৈধ উৎস পায়নি। যে কারণে তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দণ্ডবিধি, ১৮৬০ এর ১০৯ ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় বদরুলকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তাকারী হিসাবে আসামি করা হয়েছে।