ডেস্ক রিপোর্ট:
দক্ষিণ-পূর্ব স্পেনের মুরসিয়ায় একটি নৈশ ক্লাবে আগুনে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (১ অক্টোবর) নগরীর মেয়র এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জরুরি পরিষেবাগুলি জানিয়েছে, শহরের উপকণ্ঠে আটলায়াসের টিট্রে নৈশ ক্লাবে রোববার ভোরে আগুন লাগে।
মুরসিয়ার মেয়র হোসে বালেস্তা সাংবাদিকদের বলেন, এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন, ক্লাবের প্রথম তলার একই স্থানে সাতটি মৃতদেহ পাওয়া গেছে।
নৈশ ক্লাবটির বাইরে স্বজনদের খোঁজে অপেক্ষমান এক তরুণ রয়টার্সকে বলেন, ‘ভেতরে আমার পরিবারের পাঁচজন সদস্য এবং দুই বন্ধু ছিল, তারা কোথায় আছে আমি জানি না।
মুরসিয়ার অগ্নিনির্বাপন বিভাগ প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, দমকলকর্মীরা নৈশ ক্লাবের অভ্যন্তরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনে ছাদের কিছু অংশ পুড়ে গেছে। সূত্র : রয়টার্স