স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা ধর্ষণ

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

রাজধানীর অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় অন্তঃসত্ত্বা এক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৮ মার্চ) রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় সংঘটিত এই অপরাধে ইতোমধ্যে দুইজন গ্রেপ্তার হয়েছে। তারা হলেন-আশরাফুল ও দীপ সরকার।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী সনাতন ধর্মাবলম্বী। তিনি ভালোবেসে একজন মুসলিম ছেলেকে বিয়ে করেছিলেন। বিয়ের পর তারা চাঁদপুরের মতলবে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

গত চার মাস ধরে তার সেই স্বামী কোনো যোগাযোগ করছেন না এবং তার ফোন নাম্বারও বন্ধ।

এরপর তিনি বাবার বাড়িতে ফিরে গেলে ধর্মান্তরিত হওয়ার কারণে পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। ফলে অসহায় অবস্থায় তিনি জীবিকার সন্ধানে শনিবার ঢাকার কেরানীগঞ্জে আসেন।

সারা দিন কাজের সন্ধান করেও ব্যর্থ হন ওই নারী। রাতে তিনি ইকুরিয়া এলাকায় একা ঘোরাঘুরি করছিলেন। এ সময় দুজন অটোরিকশাচালক তার কাছে এসে আশ্রয় ও চাকরির প্রলোভন দেখিয়ে এক পরিত্যক্ত স্থানে নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে।

নারীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং দুই অভিযুক্ত আশরাফুল ও দীপ সরকারকে আটক করে পুলিশে সোপর্দ করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে ওই নারী ঢাকায় চলে আসেন। শনিবার রাতে তাকে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে ধর্ষণ করা হয়। এলাকাবাসীর সহযোগিতায় দুইজনকে আটক করা হয়েছে এবং আরও দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।