হাইকোর্ট পারমিশন সনদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১১৪
নিজস্ব প্রতিবেদক:
আইনজীবী হিসেবে উচ্চ আদালত হাইকোর্টে প্র্যাকটিস (হাইকোর্ট পারমিশন) করার জন্য সনদপ্রাপ্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ বার কাউন্সিলের ঘোষিত ফলাফলে এক হাজার ১১৪ জনকে উর্ত্তীণ দেখানো হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) ড. ওয়াহিদুজ্জামান শিকদারের সই করা বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশের তথ্য জানানো হয়।
আইনজীবী হিসেবে হাইকোর্টে প্র্যাকটিস (হাইকোর্ট পারমিশন) করার জন্য সনদপ্রাপ্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো গত ৪ মার্চ। ওই পরীক্ষার ফলাফল বার কাউন্সিলের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।