
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে ১২ কেজি গাঁজাসহ মো. বজলু কাজী (৪৫) ও তার ছেলে মো. রোমান কাজীকে (৩২) আটক করেছে র্যাব। তারা শ্রীনগরের মধ্য বাঘড়া গ্রামের বাসিন্দা।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে আটক বাবা-ছেলেকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে শ্রীনগর থানা পুলিশ। এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে শ্রীনগরের রাঢ়িখাল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল আনুমানিক ৩ লাখ ৬০ হাজার টাকার ১২ কেজি গাঁজাসহ তাদের আটক করে। গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে শ্রীনগরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
এ ব্যাপারে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল আহমেদ বলেন, গ্রেপ্তারের পর দুই মাদক ব্যবসায়ীকে থানায় হস্তান্তর করেছে র্যাব। তাদের মাদক আইনে মামলা হয়েছে। আজ বুধবার আদালতে প্রেরণ করা হবে।