১৪০ কোটি ভারতীয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত: মোদি

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৪

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও হিন্দুদের নিরাপত্তা নিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির স্বাধীনতা দিবস উপলেক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মোদি বলেছেন, ১৪০ কোটি ভারতীয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিল্লির লালকেল্লায় দেওয়া ভাষণে মোদি বলেছেন, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে ১৪০ কোটি ভারতীয় চিন্তিত। ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্খী। আমরা আশা করছি, বাংলাদেশে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। ভারতীয়রা চায়, হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
শিক্ষার্থী-জনতার তুমুল বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে করে ভারতে যান। বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন তিনি।

শেখ হাসিনার দেশত্যাগের পর ইতোমধ্যে একটি অন্তর্র্বতীকালীন সরকার গঠিত হয়েছে। বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস সেই সরকারের প্রধান উপদেষ্টা।