চট্টগ্রাম (হাটহাজারী) প্রতিনিধি:
হাটহাজারীতে ধর্ষণ মামলার পলাতক আসামি আব্দুল করিমকে ১৯ বছর পর গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার উপজেলার চেয়ারম্যানঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। করিম ওই এলাকার খাইরুল বশরের ছেলে।
র্যাব জানায়, ২০০৪ সালের ২৬ অক্টোবর এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেন করিম। পরবর্তীতে করিম তাকে নির্জন জায়গায় ফেলে রেখে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেন। মামলার পর থেকে আত্মগোপনে চলে যান করিম। একপর্যায়ে পুলিশ তদন্ত করে করিমকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বর্তমানে মামলাটি চট্টগ্রাম আদালতে বিচারাধীন রয়েছে।
চট্টগ্রাম র্যাব সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, ‘পলাতক আসামি করিমের অবস্থান নিশ্চিত হওয়ার পর বুধবার হাটহাজারী থানার চেয়ারম্যানঘাটা এলাকায় আভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।’