২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
২০ কোটি ১২ লাখ ১৮ হাজার ৪৩৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জ জেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহেদ আলীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সংস্থাটির সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন। আসামির বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে। দুদক জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামির নামে ১১৯টি জমির মালিকানা রয়েছে ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পাশপাশি ২০ কোটি ১২ লাখ টাকার সম্পদের বিপরীতে তিনি বৈধ আয়ের উৎস দেখাত পারেননি। যা তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে।